প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

উত্তর ভারতে তাপদাহ, মৃত্যু ১০০

 




ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভয়াবহ তাপদাহে গত তিন দিনে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।

কয়েক দিন ধরেই উত্তর ভারতের তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি ওঠেছে।


প্রাপ্ত হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশে ৫৪ জন এবং বিহারে ৪৪ জনের মৃত্যু হয়েছে।


উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার একটি গ্রামেই ওই ৫৪ জনের সবাই মারা গেছে। সেখানকার অন্তত ৪০০ লোক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।


মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. এস কে যাদব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন যে বিষয়টি খতিয়ে দেখতে রাজধানী লখনৌ থেকে একটি দল আসবে।


তিনি বলেন, তারা তাপদাহ বা অন্য কোনো কারণে মারা গেছে কিনা তা তারা নির্ধারণ করবে।


বাল্লিয়া গ্রামে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।


বিহার রাজ্যে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৫ জনই পাটনা নগরীর। রাজ্যের অন্যান্য স্থানে মারা গেছে বাকি ৯ জন। এখানেও প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে।


বিহারের রাজধানী পাটনায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আরো কয়েকটি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে।


সূত্র : ডেইলি সাবাহ

মন্তব্যসমূহ