হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

উত্তর ভারতে তাপদাহ, মৃত্যু ১০০

 




ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভয়াবহ তাপদাহে গত তিন দিনে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।

কয়েক দিন ধরেই উত্তর ভারতের তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি ওঠেছে।


প্রাপ্ত হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশে ৫৪ জন এবং বিহারে ৪৪ জনের মৃত্যু হয়েছে।


উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার একটি গ্রামেই ওই ৫৪ জনের সবাই মারা গেছে। সেখানকার অন্তত ৪০০ লোক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।


মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. এস কে যাদব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন যে বিষয়টি খতিয়ে দেখতে রাজধানী লখনৌ থেকে একটি দল আসবে।


তিনি বলেন, তারা তাপদাহ বা অন্য কোনো কারণে মারা গেছে কিনা তা তারা নির্ধারণ করবে।


বাল্লিয়া গ্রামে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।


বিহার রাজ্যে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৫ জনই পাটনা নগরীর। রাজ্যের অন্যান্য স্থানে মারা গেছে বাকি ৯ জন। এখানেও প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে।


বিহারের রাজধানী পাটনায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আরো কয়েকটি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে।


সূত্র : ডেইলি সাবাহ

মন্তব্যসমূহ