শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

উত্তর ভারতে তাপদাহ, মৃত্যু ১০০

 




ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভয়াবহ তাপদাহে গত তিন দিনে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।

কয়েক দিন ধরেই উত্তর ভারতের তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি ওঠেছে।


প্রাপ্ত হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশে ৫৪ জন এবং বিহারে ৪৪ জনের মৃত্যু হয়েছে।


উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার একটি গ্রামেই ওই ৫৪ জনের সবাই মারা গেছে। সেখানকার অন্তত ৪০০ লোক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।


মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. এস কে যাদব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন যে বিষয়টি খতিয়ে দেখতে রাজধানী লখনৌ থেকে একটি দল আসবে।


তিনি বলেন, তারা তাপদাহ বা অন্য কোনো কারণে মারা গেছে কিনা তা তারা নির্ধারণ করবে।


বাল্লিয়া গ্রামে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।


বিহার রাজ্যে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৫ জনই পাটনা নগরীর। রাজ্যের অন্যান্য স্থানে মারা গেছে বাকি ৯ জন। এখানেও প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে।


বিহারের রাজধানী পাটনায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আরো কয়েকটি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে।


সূত্র : ডেইলি সাবাহ

মন্তব্যসমূহ