শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

সেই সাংবাদিকের গ্রেফতার নিয়ে যা বললেন এরদোগান

 




তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একজন সুপরিচিত টেলিভিশন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে তাকে গ্রেফতার করার হয়েছে। তাকে শাস্তি পেতে হবে।

তিনি বলেন, আমার দায়িত্ব তুরস্কের রাষ্ট্রপতির পদের মর্যাদা বা সম্মান রক্ষা করা। এর মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নারী সাংবাদিক সেদেফ কাবাসকে তার বাসা থেকে আটক করে পুলিশ।

পরে আদালতের মাধ্যমে সেদেফ কাবাসকে গ্রেফতার দেখায় পুলিশ। প্রেসিডেন্টকে অপমান করার অপরাধে তুরস্কে এক থেকে চার বছরের জেল হয়।

সাম্প্রতি দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।

প্রসঙ্গত সম্প্রতি তুরস্কের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এরদোগানকে নিয়ে মন্তব্য করেন নারী সাংবাদিক, যা পরে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে ৯ লাখ ফলোয়ার রয়েছে তার।

মন্তব্যসমূহ