হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

কাল থেকে সর্বাত্মক লকডাউন,রাজধানী ছাড়ছে মানুষ, ঘাটে উপচেপড়া ভীড়

 




কাল থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এর আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় যে যেভাবে পারছেন সেভাবেই গ্রামের উদ্দেশে যাত্রা করছেন। যান সংকটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।


মঙ্গলবার ভোর থেকেই গাবতলীসহ রাজধানীর প্রত্যেকটি বাহির পথে ঘরমুখো মানুষের ভিড়। বিশেষ করে নিম্নআয়ের মানুষ এই পরিস্থিতিতে ঢাকা ছাড়ছেন বেশি। গাড়ির অপেক্ষায় সড়কের পাশে অপেক্ষা শত শত যাত্রীর। প্রাইভেট কার কিংবা পিকআপে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রওনা হয়েছেন অনেকে।


কেউ কেউ আবার হেটেই যাত্রা করেছেন। বাড়ির পথে যতদূর যাওয়া যায় ততটুক এগুতে সিএনজি, বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশা নিচ্ছে ঘরমুখো মানুষ। তাদের দাবি, লকডাউনে ঢাকায় থাকলে না খেয়ে থাকতে হবে।

মন্তব্যসমূহ