শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯

 




আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৫ জন।  এ হামলা থেকে দেশটির একজন সংসদ সদস্য প্রাণে বেঁচে গেছেন।  


এছাড়া রোববার লোগার, নানগারহার, হেলমান্দ ও বাদাখশান প্রদেশেও বোমা হামলার ঘটনা ঘটেছে। পৃথক এসব বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু বেসামরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে।


তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সংসদ সদস্য খান মাহমুদকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তবে তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। 


তবে এ হামলার দায়িত্ব কেউ নেয়নি। তবে সরকারের পক্ষ থেকে তালেবানকে দায়ী করা হচ্ছে। 


প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।     

মন্তব্যসমূহ