গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর জাজিরার।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের ...

গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে, বেলুনের ভয়ে অস্থির ইহুদিবাদীরা

 




ফিলিস্তিনের গাজায় আজও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দখলদার বাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে।


এই তাণ্ডবের কারণ হিসেবে ইসরাইলি বাহিনী অতীতের দাবির পুনরাবৃত্তি করেছে। তারা বলেছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানো হয়েছে। এ কারণেই হামলা চালানো হয়েছে।


ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার খান ইউনুস ও দেইর আল বালাহ এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে।


ইসরাইলি বাহিনী গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় তাণ্ডব চালাচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় সই করার পর থেকে তাণ্ডবের মাত্রা আরও বেড়েছে।


দখলদার ইসরাইলি বাহিনী বলছে, গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরাইলে যেসব বেলুন পাঠাচ্ছে তাতে এমন উপাদান ভরে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে আগুন ধরে যায়।


ফিলিস্তিনিদের বেলুনের কারণে এ পর্যন্ত ইসরাইলে ৪০০টি স্থানে আগুন ধরার ঘটনা ঘটেছে বলে মুসলিম বিশ্বের শত্রু ইসরাইল দাবি করেছে।


পার্সটুডে

মন্তব্যসমূহ