হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে, বেলুনের ভয়ে অস্থির ইহুদিবাদীরা

 




ফিলিস্তিনের গাজায় আজও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দখলদার বাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে।


এই তাণ্ডবের কারণ হিসেবে ইসরাইলি বাহিনী অতীতের দাবির পুনরাবৃত্তি করেছে। তারা বলেছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানো হয়েছে। এ কারণেই হামলা চালানো হয়েছে।


ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার খান ইউনুস ও দেইর আল বালাহ এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে।


ইসরাইলি বাহিনী গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় তাণ্ডব চালাচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় সই করার পর থেকে তাণ্ডবের মাত্রা আরও বেড়েছে।


দখলদার ইসরাইলি বাহিনী বলছে, গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরাইলে যেসব বেলুন পাঠাচ্ছে তাতে এমন উপাদান ভরে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে আগুন ধরে যায়।


ফিলিস্তিনিদের বেলুনের কারণে এ পর্যন্ত ইসরাইলে ৪০০টি স্থানে আগুন ধরার ঘটনা ঘটেছে বলে মুসলিম বিশ্বের শত্রু ইসরাইল দাবি করেছে।


পার্সটুডে

মন্তব্যসমূহ