সরকার এখন পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নেয়নি। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মন্ত্রিপরিষদ থেকে আমাদের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না। আমরা ওই চিঠি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে পাঠিয়েছি। আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকে পর্যালোচনা করে ও পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রিপরিষদের চিঠির জবাব দেব। তবে এখন পর্যন্ত সরকার ফেসবুক বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি।’
এর আগে গতকাল সোমবার ফেসবুক বন্ধের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে তারা।
এর আগে ‘ছাত্র ও তরুণদের উন্নতির জন্য’ প্রতি রাতে ছয় ঘণ্টার জন্য ফেসবুক বন্ধের বিষয়ে মতামত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে তরুণসমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও যোগাযোগ মন্ত্রণালয় পর্যালোচনা করে মতামত দেবে বলেও জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন। আর এ বিষয়ে মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। ্এনটিভি
মন্তব্যসমূহ