শুক্রবার ক্লাসের সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে যে বক্তব্যটি শিক্ষামন্ত্রণালয় তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিল তা ভুলবশত বলে জানিয়েছে তারা। অপর এক পোস্টে আজ রোববার (৫ মে) বিকেলে ৪টার দিকে এই তথ্য জানায় তারা। এই পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে,  শুক্রবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেসবুক পেজ থেকে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’  এর আগে একই পেজে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন বারাক ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিবৃতি দিয়েছেন বলে তাঁর মুখপাত্র কেভিন লুইস জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বারাক ওবামা ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন, কোনো ব্যক্তির ধর্ম অথবা বিশ্বাসের পক্ষপাতমূলক ধারণার সঙ্গে তিনি একমত নন।

ওবামা উপলব্ধি করছেন, ‘প্রত্যেক বিক্ষোভকারী ভাবছেন আসলে তাঁরা কী দেখার আশা করেছিলেন। তাঁরা কী এমনটা দেখতে চেয়েছিলেন যখন আমেরিকার মূল্যবোধ বিপন্ন হতে চলেছে।’

মাত্র ১০ দিন আগে হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম বারাক ওবামা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করলেন। প্রেসিডেন্টের সমালোচনা করার থেকে বিরত থাকার একটি অলিখিত নিয়ম ভঙ্গ করে ওবামা হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দার সমালোচনা করেন। হোয়াইট হাউস ছাড়ার পর এটিই সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রথম বিবৃতি।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে দেওয়া একটি নির্বাহী আদেশে শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এই নিষেধাজ্ঞার ফলে যেকোনো দেশের শরণার্থী আগামী চার মাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

এদিকে, ট্রাম্পের ওই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর থেকেই চলছে বিক্ষোভ। ওয়াশিংটন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা ও ডালাস বিমানবন্দরের সামনে বড় আকারের জমায়েত থেকে প্রতিবাদ হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনাও ঘটেছে। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ