হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

pakistan: Imran says PTI leader had weapons for his own security

Pakistan Tehreek-e-Insaf Chairman Imran Khan said on Sunday that Ali Amir Gandapur’s life is in danger as he is facing death threats, hours after the PTI leader was arrested and weapons were recovered from his vehicle by police.
Imran Khan was addressing a press conference where he said that he's here to respond to Chaudhry Nisar's press conference which was about the English newspaper’s controversial news about an alleged civil-military rift.
He criticised the former Information minister and said that leaking of sensitive news is a serious matter and more investigation should be done into the matter.
“How could Rashid let go such a news story without carefully checking, he is not a child,” said Imran.
Imran also raised his suspicions asking if the "Shahi family" was behind the whole scenario.
PTI leaders Ali Amin Gandapur and Chaudhry Sarwar were stopped by police from entering Bani Gala and workers present in their entourage were detained. At least 20 to 25 party workers were detained at Simly Dam Road. The workers’ vehicles were also transferred to police stations.
Police said it seized a large cache of weapons from Ali Amin’s car. Among the objects recovered was AK-47, repeaters, bullets and a liquor bottle. Bullet-proof jackets belonging to Khyber Pakhtunkhwa police were also found in his car.
Earlier, PTI chief Imran Khan chaired a meeting at his residence to discuss arrests of party workers and what next steps the party should take. 

মন্তব্যসমূহ