হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

Pakistan: Bilawal condemns PTI workers' arrest, urges tolerance

 Pakistan People's Party (PPP) chairman Bilawal Bhutto Zardari has condemned the arrest of Pakistan Tehreek-e-Insaf (PTI) workers in Islamabad and advised the government to demonstrate tolerance.
"Police are supposed to maintain law and order, not to disrupt political gatherings," the PPP chairman said. He further said the use of force on women is a sign of fear.
Earlier on Thursday evening, there was a police crackdown during a convention of the PTI's youth wing, during which several activists were arrested.
Video footage showed police and Frontier Constabulary personnel baton-charging and taking away PTI workers in a bus from the venue of the convention.
A scuffle broke out between the law enforcers and senior PTI leader Shah Mehmood Qureshi, who argued with the personnel for demanding an explanation for the arrests.
Qureshi said PTI workers, including women workers, had been attacked by the police at the youth convention organised by the party.

GEO

মন্তব্যসমূহ