হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

Ahok still busy on his last day in office

Jakarta Governor Basuki "Ahok" Tjahaja Purnama was still busy on Thursday, his last day in office at City Hall before he moves to his campaign team's camp on Jl. Borobudur, Central Jakarta, as he will begin his lengthy election campaign from Oct. 28 to Feb. 11.
After introducing acting governor Soni Sumarsono to the civil servants of the Jakarta administration, Ahok could be found in his office signing numerous disposition letters and other documents.
"I just finished the documents. I won't burden the acting governor. There are still a lot of disposition letters," Ahok said.
He said he did not pack his belongings because he would still be the governor after the leave period for the campaign ended.
Ahok said he had returned his official car and would buy a secondhand car as his mode of transport during the election campaign.
Ahok and Deputy Governor Djarot Saiful Hidayat are seeking reelection in the gubernatorial election on Feb. 15, 2017. The duo are being challenged by two other candidate pairs: Agus Harimurti Yudhoyono-Sylviana Murni and Anies Baswedan-Sandiaga Uno.
Ahok said he still did not know his campaign schedule. "I don't know what I will do tomorrow," Ahok said, adding that it was his campaign team that arranged the schedule of his activities. (bbn)

মন্তব্যসমূহ