হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, প্রতিরোধে ব্যর্থ ইসরাইল

লেবানন থেকে ফিলিস্তিনির হাইফা এবং গালিলি অঞ্চলের দিকে অন্তত ৩৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেনা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়, এবং এসব রকেট হাইফা এবং পশ্চিম গালিলির দখলকৃত অঞ্চলে আঘাত হানে। জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি। হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কবার্তা শোনার খবর পাওয়া গেছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানায়, হাইফার উত্তরে আল-কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জায়নিস্ট গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলকৃত পশ্চিম গালিলির ইয়ারা শহরে এক ভবন হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে যায়। অপরদিকে, আভিভিম, ইয়রাউনসহ ওপরের গালিলির বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কবার্তা বাজানো হয়। সূত্র: মেহের নিউজ

দাবানলের পর টানা বর্ষণে বন্যার কবলে অস্ট্রেলিয়া



ভয়াবহ দাবানলের পর গত কয়েক দিনের টানা বর্ষণে এবার আকস্মিক বন্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়।

গত শনিবার থেকে বিভিন্ন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বন্যার কবলে পড়েছে দেশটি।

প্রবল বৃষ্টিপাতে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুন্সল্যান্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভিক্টোরিয়া উপকূলের ফেঞ্চ দ্বীপে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখান থেকে নিরাপত্তা সংকটের কারণে পর্যটক ও স্থানীয়দের এলাকাটি ছেড়ে যেতে বলা হয়েছে।

রাজ্যগুলোর ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দাবানল মোকাবেলায় সুবিধা হয়েছে। বৃষ্টি হওয়ায় দাবানল অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং আবহাওয়া আগের তুলনায কিছুটা অনুকূলে আছে।

তবে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে নিউ সাউথ ওয়েলসের বেশ কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে রাজ্যের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ঝড়ের পূর্বাভাস ছিল।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে জ্বলতে থাকা বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে ভিক্টোরিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের সীমান্তে বৃষ্টির দেখা মিলেনি। ফলে ওই এলাকাগুলোতে দাবানল এখনও আগের অবস্থায়ই রয়েছে।

তীব্র গরমে কয়েক মাস ধরে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি এসেছিল।

কিন্তু ভারী বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নতুন করে দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুইন্সল্যান্ডে। সেখানে কয়েকটি স্থানে পানি বেড়ে বেশ কিছু মহাসড়ক ও আবাসিক এলাকা তলিয়ে গেছে। নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ওইসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হলেও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল এখনও দাবানলের আগুনে পুড়ছে। গত চার মাস ধরে চলমান দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণী মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্যসমূহ