গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭৩

  যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর  হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। তবে ইসরায়েল বলেছে, গাজার একটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। খবর এএফপির। সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজার উত্তরে বেইত লাহিয়ার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর আমাদের এজেন্সির কর্মীরা ৭৩ জন শহীদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।’ তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজন শহীদের মরদেহ রয়ে গেছে।’ মাহমুদ বাসাল জানান, শনিবার (১৯ অক্টোবর) দিনের শেষ ভাগে ইসরায়েলের চালানো ওই হামলায় বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হামলাটি চালানো হয় একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিরক্ষা বিভাগের (আইডিএফ) কাছে আসা তথ্যের সঙ্গে হতাহতের সংখ্যার মিল নেই। তবে, এ বিষয়ে কোনো বিস্তারিত বিবরণও তারা দেয়নি বা কাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছ

যে কারণে মিত্র অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর ফোন কেটে দিলেন ট্রাম্প

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম ট্রার্নবুলের মধ্যে সর্বশেষ ফোনালাপ উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ হয়েছে।

আমেরিকার অন্যতম অনুগত ও বিশ্বস্ত বন্ধু অস্ট্রেলিয়ার নেতার সঙ্গে মার্কিন নতুন কমান্ডার ইন চিফের টেলিফোনালাপ সবচেয়ে অনুকূল হবে- সবার প্রত্যাশা ছিল এটাই।

কিন্তু পরিবর্তে শরণার্থী চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের তীব্র বাদানুবাদ হয়।


শনিবার এই দুই নেতার মধ্যে এ উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানিয়েছে জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা।

তাদের এই ফোনালাপ কয়েক ঘণ্টা দীর্ঘস্থায়ী হওয়ার কথা কিন্তু মাত্র ২৫ মিনিটের মাথায় আচমকা ট্রাম্প তার ফোন রেখে দেন।

ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প টার্নবুলের মুখের ওপর বলে দেন, তিনি একই দিনে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ চার বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং এ পর্যন্ত এটিই হচ্ছে তার কাছে সবচেয়ে ‘বিরক্তিকর’ একটি ফোনালাপ।


অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে একটি চুক্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে এই বিরোধ।

ওই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া থেকে পাঠানো ১২৫০ শরণার্থীকে গ্রহণ করবে। সিরিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আসা সেসব শরণার্থীকে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করে দেয়া হয় এবং যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

চুক্তি অনুযায়ী কথা ছিল যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের গ্রহণ করবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন যুক্তরাষ্ট্র কেন এ দুই হাজার শরণার্থীকে গ্রহণ করবে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বুঝাতে চেষ্টা করেন সেটা দুই হাজার নয়; ১২৫০ জন। তখন ট্রাম্প আবার বলেন কেন ওবামা প্রশাসনের করা চুক্তি তিনি মেনে চলবেন।

একটি তথ্যসূত্রের বরাতে সিএনএন জানায়, ট্রাম্প হঠাৎ করে ফোন রেখে দিয়েছিলেন।

এদিকে টুইটারে নিয়মিত ঝড় তোলা ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ বিষয়ে টুইট করেছেন। তিনি সেখানে লিখেন, ‘আপনার বিশ্বাস হয়? অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার অভিবাসী গ্রহণ করার ব্যাপারে সম্মতি দিয়েছিল ওবামা প্রশাসন। কেন? এই নির্বোধ চুক্তিটি আমি দেখছি।’

সূত্র: ওয়াশিংটন পোস্ট

মন্তব্যসমূহ